দোয়ারাবাজারে জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. হারিছ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুল ইসলাম, মো. দিলোয়ার হোসেন, মো. খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ
।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা -এ ব্যবস্থার আলোকে কল্যাণমুখী সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
বর্তমান সময় দেশ ও জাতির সামনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় জাতীয় নির্বাচন । ন্যায়, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রুকন ও কর্মীদের দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের আস্থা অর্জন করে একটি শান্তিপূর্ণ, উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে ইসলামী মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য। তারা সব ধরনের অন্যায়-দুর্নীতি থেকে মুক্ত, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরিতে রুকনদের সচেতন, সৎ ও নিবেদিত ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
11/14/2025 03:13:00 PM
Rating:





No comments: